মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ঘুষ নেয়ার অভিযোগে রাশিয়ার অর্থমন্ত্রী আলেক্সেই উলিইউকায়েভকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। রাশিয়ার প্রধান দুর্নীতিবিরোধী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, আলেক্সেই দুই মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অর্থ ঘুষ নিয়েছেন। কমিটির মুখপাত্র সভেতলানা পেত্রেনকো বলেন, হুমকি দিয়ে একটি তেল কোম্পানির কাছ থেকে ঘুষ নেয়ার ঘটনায় আলেক্সেইকে আটক করা হয়েছে। তাকে হাতেনাতে ধরা হয়েছে। আলেক্সেইর বিরুদ্ধে শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে বলে জানিয়েছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। দোষী সাব্যস্ত হলে আলেক্সেইর ৮ থেকে ১৫ বছর কারাদ- হতে পারে। আলেক্সেইর মন্ত্রণালয়ের ইতিবাচক মতামতের পর গত অক্টোবরে সরকার-নিয়ন্ত্রিত রোসনেফট নামের তেল কোম্পানি আরেকটি তেল কোম্পানির ৫০ শতাংশ কিনে নেয়। রোসনেফটের কাছ থেকে আলেক্সেই ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রাশিয়ার প্রধান দুর্নীতিবিরোধী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, রোসনেফটের কাছ থেকে আলেক্সেই ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিবিসি দ্যা টেলিগ্রাফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।