মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : হোয়াইট হাউজ কর্তৃপক্ষের কাছে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সন্তানদের টপ সিক্রেট ক্লিয়ারেন্স পাবার সম্ভাবনা খোঁজার জন্য অনুরোধ জানানো হয়েছে। গত সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম জানায়, ট্রাম্প টিমের পক্ষ থেকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়। তবে ট্রাম্পের কোন সন্তানের জন্য টপ সিক্রেট ক্লিয়ারেন্স চাওয়া হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি সংবাদ মাধ্যম। ধারণা করা হচ্ছে সদ্য সমাপ্ত নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত ট্রাম্পের মেয়ে ইভাংকা, ছেলে এরিক ও ডোনাল্ড জুনিয়র এবং জামাতা জেয়ার্ড ক্যুশনার জন্য নিরাপত্তা ছাড়পত্র চাওয়া হয়ে থাকতে পারে। ক্ষমতার পালাবদল সময়ের জন্য গড়া ট্রাম্প টিমেও গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে রয়েছেন তারা। সিবিএস নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।