বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানী থেকে দেশের বিভিন্ন রুটে ঈদ যাত্রায় চরম ভোগান্তি পড়েছেন মানুষ। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে কুমিল্লার চান্দিনা পর্যন্ত অন্তত ৯ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে দীর্ঘ সময় অপেক্ষা করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বুধবার (২৭ এপ্রিল) সকাল থেকে এ রুটের চট্টগ্রাম মুখী দুই লেনে হাজার হাজার পণ্যবাহী ট্রাক, পিকআপ ও বাস আটকে আছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় একটি দুর্ঘটনা ঘটে। এতে করে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও গত কয়েকদিন মহাসড়কের দাউদকান্দি অংশে সংস্কার কাজ করায় ও যানবাহনের চাপ থাকায় যানজট দীর্ঘ হচ্ছে।
ইস্রাফিল নামের ফেনীগামী এক যাত্রী বলেন, সকাল ৭টায় রাজধানীর টিটি পাড়া থেকে রওনা দিয়ে এখানে আটকা পড়েছি। যানজট কখন ছুটবে, কখন বাড়ি পৌঁছাবো বুঝতে পারছি না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।