Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুড়োদের জন্য আফ্রিদির ‘মেগা স্টার লিগ’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

শহীদ আফ্রিদির বয়স নিয়ে এমনিতেই বিতর্ক আছে। কাগজে-কলমে তার বয়স ৪২ বছর হলেও বেশির ভাগের মতেই, আরও দুই-এক বছর যোগ হবে হিসাবে। আফ্রিদি তাহলে এত দিনে নিজের বয়সের দিকে তাকালেন! এত দিন পর তার মনে হয়েছে, বয়স তো অনেক হলো, এখন থামা যাক। না, অবসর প্রসঙ্গ পুনরুজ্জীবিত করেননি আফ্রিদি। পাকিস্তানের সাবেক এ অধিনায়ক মনে করেন, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার মতো তারুণ্য আর নেই তার।
এবার পিএসএলে তিন ম্যাচ খেলার পরই চোটের কারণে সরে দাঁড়ান আফ্রিদি। আগেই জানা গিয়েছিল, এবার পিএসএল খেলেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন এই অলরাউন্ডার। সে হিসেবে পিএসএলে নিজের শেষ ম্যাচটা তিনি খেলে ফেললেও সহসাই ব্যাট-বল তুলে রাখার ইচ্ছা হয়তো তার নেই।
নিজ ফাউন্ডেশনের মাধ্যমে স্বপ্রণোদিত হয়ে পাকিস্তানে নতুন এক টুর্নামেন্ট চালু করতে যাচ্ছেন আফ্রিদি। মেগা স্টারস লিগ (এমএসএল) নামের এই টুর্নামেন্ট হবে টি১০ সংস্করণে, এ বছরের সেপ্টেম্বরে শুরু হতে পারে এই টুর্নামেন্ট। সাবেক ক্রিকেটার, অ্যাথলেট ও ক্রীড়া সাংবাদিকদের সাহায্য করতে এই টুর্নামেন্ট চালুর কথা গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন আফ্রিদি, ‘মেগা স্টারস হবে বিনোদনম‚লক লিগ। এ বছরের সেপ্টেম্বরে রাওয়ালপিন্ডিতে টুর্নামেন্টটি শুরু হবে। সাবেক ক্রিকেটার, অ্যাথলেট ও ক্রীড়া সাংবাদিকদের আর্থিকভাবে সাহায্য করাই এই টুর্নামেন্টের ম‚ল লক্ষ্য।’
ইনজামাম-উল–হক, ওয়াকার ইউনিস ও মুশতাক আহমেদদের মতো পাকিস্তানের সাবেকরা আফ্রিদির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। ‘ক্রিকেট পাকিস্তান’ জানিয়েছে, ইনজামাম-ওয়াকাররা এ বছর টুর্নামেন্ট খেলতে পারেন। আফ্রিদি জানিয়েছেন, ‘ছয় দলের এই টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড়েরাও অংশ নিতে পারবেন।’ সংবাদ সম্মেলনে আফ্রিদির কাছে জানতে চাওয়া হয়েছিল, পিএসএলে আর খেলবেন কি না? তার উত্তর, ‘পিএসএল তরুণদের জন্য, আমি আর আগের মতো তরুণ নেই। আমি, মুশতাক আহমেদ, ইনজামাম-উল-হক এবং ওয়াকার ইউনিস এমএসএলে খেলব।’

 



 

Show all comments
  • মোঃ আব্দুল মালেক ২৭ এপ্রিল, ২০২২, ১০:৪২ এএম says : 0
    এই খেলার মাধ্যমে আমরা আমাদের অবসর প্রাপ্ত প্রিয় খেলোয়াড়দের খেলা আবার দেখতে পারবো, এই নতুন চিন্তা ধারার জন্য আফ্রিদি কে ধন্যবাদ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেগা স্টার লিগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ