মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের পর্যটকদের জন্য প্রবেশের ভিসা দেওয়া স্থগিত করেছে ভারত। অপরদিকে, ভারতীয় শিক্ষার্থীদের চীনে ঢুকতে না দেয়ায় ক্ষুব্ধ হয়েছে ভারত। কারণ, ভারতমনে করে পাল্টা হিসাবে এ পদক্ষেপ নিয়েছে চীন। আন্তর্জাতিক বিমান নিয়ামক সংস্থা আইএটিএ এই খবর জানিয়ে বলেছে ২০ এপ্রিল থেকে এই ব্যবস্থা কার্যকর হয়েছে। এর ফলে পর্যটক ভিসাধারী চীনা নাগরিকরাও এখন ভারতে ঢুকতে পারবেন না। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠরত ভারতীয় শিক্ষার্থীরা সেখানে গিয়ে ক্লাস করতে পারছেন না। কারণ, চীনের অনুমতি নেই। বার বার বিষয়টি নিয়ে ভারতের তরফে উদ্বেগ প্রকাশ করেও ফল হয়নি। এই পরিস্থিতিতে এ বার চীনা নাগরিকদের পর্যটক ভিসা দেয়া স্থগিত রাখল ভারত। প্রায় ২২ হাজার ছাত্রছাত্রী চীনের অনুমতির অপেক্ষায়। এখনও সে দেশে ঢুকতে পারেননি। অধিকাংশেরই পড়াশোনা মাঝপথে থেমে গিয়েছে। আইএটিএ-এর তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনা নাগরিকদের পর্যটক ভিসা আর কার্যকর নয়। সেই সঙ্গে প্রকাশ করা হয়েছে, কোন কোন দেশের নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবেন তা-ও জানানো হয়েছে তালিকায়। টাইমস নাউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।