Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্ণাটকে এবার বাইবেল-বিতর্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

কিছুদিন আগে হিজাব-বিতর্কে তুমুল শোরগোল হয়েছিল ভারতের কর্ণাটক রাজ্যে। সে ধুন্ধুমারকাণ্ডের রেশ না কাটতেই আবারও ধর্ম নিয়ে বিতর্ক শুরু হয়েছে সেখানে। হিজাবের পর এবার বাইবেল নিয়ে বিতর্ক শুরু হয়েছে কর্ণাটকে। রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর একটি স্কুল সম্প্রতি শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে- শিক্ষার্থী যে ধর্মেরই হোক, প্রত্যেককে স্কুলে বাইবেল নিয়ে আসতে হবে; এ নির্দেশ মানা বাধ্যতামূলক। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের কাছে থেকে মুচলেকাও আদায় করেছে। বেঙ্গালুরুর ওই স্কুলটির নাম ক্ল্যারেন্স স্কুল। এদিকে, ওই স্কুলের এমন নির্দেশিকা জারি হওয়ার পর বিতর্ক শুরু হয়েছে। স্কুলটি শিক্ষার্থীদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করছে দাবি করে আন্দোলনে নেমেছেন অভিভাবকদের একাংশ। একটি ধর্মীয় রাজনৈতিক দলের সাহায্যে রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে এ ব্যাপারে অভিযোগ জানানোর পাশাপাশি আদালতে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন তারা। ক্ল্যারেন্স স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেÑ স্কুলটি খ্রিষ্টান মূল্যবোধে বিশ্বাসী। শিক্ষার্থীদের সে মূল্যবোধ শেখাতে আগ্রহী কর্তৃপক্ষ চায়, শিক্ষার্থীরা সেই আবহে বেড়ে উঠুক। সে উদ্দেশ্যেই শিক্ষার্থীদের বাইবেল আনতে বলা হয়েছে। ইন্ডিয়া ডটকম, এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্ণাটকে এবার বাইবেল-বিতর্ক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ