Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফোনে কথা বলতে বলতে ম্যানহোলে পড়লেন নারী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

মোবাইল ফোন ব্যবহারে অসচেতনতার কারণে অনেক সময় ঘটতে পারে দুর্ঘটনা। শুধু তাই নয় ঘটতে পারে হতাহতের ঘটনাও। এ ধরনের একটি ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের পাটনা শহরে। একজন নারী ফোনে কথা বলতে বলতে সড়কে হাঁটছিলেন। হঠাৎই খোলা ম্যানহোলে পড়ে যান তিনি। এ ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়েছে জিও নিউজে। ভিডিও ফুটেজে দেখা যায় যে, একজন নারী হাঁটতে হাঁটতে ফোনে কথা বলছিলেন। এসময় ম্যানহোলে পড়েন তিনি। আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন এবং তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে তাকে গর্ত থেকে বের করে আনেন তারা। সৌভাগ্যবশত এ যাত্রায় বেঁচে যান ওই নারী। জিও নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফোনে কথা বলতে বলতে ম্যানহোলে পড়লেন নারী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ