Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নতুন নিয়মে ব্যালন ডি’অর

প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ মিডিয়া আগেই জানিয়েছিল, ব্যালন ডি’অর আবার ঘরে ফিরে আসছে। এবার বিষয়টি নিশ্চিত করে খোদ ফুটবল ফ্রান্স জানিয়েছে নতুন নিয়মে আলাদাভাবে দেয়া হবে ব্যালন ডি’অর পুরস্কার। নতুন নিয়মে, এখন থেকে আর সংক্ষিপ্ত তিনজনের নাম ঘোষণা করা হবে না। ২৩ জনের পরিবর্তে ৩০ জন খেলোয়াড়ের মধ্যে থেকে সরাসরি বর্ষসেরা ফুটবলারকে বেছে নেয়া হবে। গত ৬ বছর ধরে ফিফা ও ব্যান ডি’অর একীভূত হয়ে বর্ষসেরা ফুটবলারকে পুরস্কার দিয়ে আসছিল। শুক্রবার ফ্রেঞ্চ ফুটবলের সাথে ফিফার ৬ বছরের সেই চুক্তির মেয়াদ শেষ হয়। ব্যালন ডি’অর পুরস্কারটি ছিল ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের একক সম্পত্তি। ১৯৫৬ সাল থেকে টানা ৫৪ বছর ইউরোপের সেরা ফুটবলারকে দেয়া হত ব্যালন ডি’অর পুরস্কার। আর ১৯৯১ সাল থেকে ফিফা বিশ্বের সেরা খেলোয়াড়কে দিয়ে আসছিল ‘ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ারের’ পুরস্কার।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন নিয়মে ব্যালন ডি’অর

২১ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ