মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সম্প্রতি অন্তঃসত্ত্বা অবস্থায় হাসপাতালে ভর্তি হয় এক ১৭ বছর বয়সী এক কিশোরী। এ সময় তার একটি কন্যা শিশুর জন্ম হয়। ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর থাঞ্জাভর জেলার। কিন্তু শিশুকন্যাটির বাবা কে? এ নিয়ে সন্দেহ হয় চিকিৎসকদের। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। তদন্তে পুলিশ জানতে পারে, শিশুকন্যার পিতা ১২ বছর বয়সী এক কিশোর। পুলিশ জানায় ওই কিশোরের সঙ্গে সম্পর্ক রয়েছে কিশোরীর। ১২ বছর বয়সী ‘পিতা’পুলিশকে জানিয়েছে, দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। তবে ধর্ষণ নয়, স্বেচ্ছায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগ দায়ের না হলেও যেহেতু অন্তঃসত্ত্বা হয়েছিল নাবালিকা, তাই পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে। থাঞ্জাভর থানার মহিলা পুলিশ কিশোরটিকে গ্রেপ্তার করেছে। বর্তমানে একটি সরকারি হোমে রাখা হয়েছে কিশোরীকে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।