Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমরা এই নির্বাচন মানি না

পঞ্চম দিনেও ট্রাম্প-বিরোধী বিক্ষোভ অব্যাহত

প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে পঞ্চম দিনের মতো ট্রাম্প-বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। হাজার হাজার মানুষ রাজপথে এসব বিক্ষোভে অংশ নেয়। ‘আমরা এই প্রেসিডেন্ট নির্বাচন প্রত্যাখ্যান করছি’ বলে তারা স্লোগান দেয়। নিউইয়র্কে বিক্ষোভকারীদের মধ্যে বেশিরভাগই ছিল তরুণ ভোটার। তারা জোরপূর্বক ইউনিয়ন স্কয়ারে ঢুকে পড়ে এবং সেখান থেকে তারা রাস্তায় মিছিল নিয়ে বের হয়। তাদের হাতে ছিল ‘ট্রাম্পের ভালোবাসাকে ঘৃণা করি’, ‘তিনি এখনো প্রেসিডেন্ট নন’ ইত্যাদি বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড।

পঞ্চম দিনের বিক্ষোভে অন্তত পঞ্চাশটি শহর অবরুদ্ধ হয়ে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসব শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। তারা নিউইয়র্কে বিক্ষোভকারীদের ট্রাম্প টাওয়ারের দিকে এগিয়ে যেতে বাধা দেয়।
বিক্ষোভকারীরা বলেন, এই ব্যক্তি আমাদের প্রেসিডেন্ট হওয়ার সম্পূর্ণ অযোগ্য এবং আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত। আমরা বর্ণবাদী কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে চাই না। লস এঞ্জেলেসে ১০ হাজার মার্কিনি বিক্ষোভ করে। ম্যাক আর্থার পার্কে প্রায় ৮ হাজার বিক্ষোভকারী জড়ো হয়। এ সময় বিভিন্ন সড়ক বন্ধ হয়ে যায়। গত কয়েক দিনে লস এঞ্জেলেস পুলিশ কয়েকশ’ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে।
পঞ্চম দিনে আরো ব্যাপক বিক্ষোভ হয়েছে মিয়ামি, ডেনভার, ফিলাডেলফিয়া, লুইসভিল, কেন্টাকি, বাল্টিমোর ও অন্যান্য শহরে। বেশিরভাগ ক্ষেত্রেই বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও কোথাও কোথাও সহিংস ঘটনা ঘটছে। শনিবার একজন গুলিবিদ্ধ ও একজন নিহত হয়। পোর্টল্যান্ডে পুলিশ ২৬ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে।অপর এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও মডেল মেলানিয়াকে ধর্ষণের আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা। শনিবার ট্রাম্প হোটেলের সামনে বিক্ষোভকারীরা এ আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভাইরাল হয়ে ওঠা এক ছবিতে দেখা গেছে, বিক্ষোভকারীরা ‘রেইপ মেলানিয়া’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করছেন।
শুরুর দিকে প্রেসিডেন্ট পদ থেকে ট্রাম্পের সরে দাঁড়ানোর দাবিতে বিক্ষোভাকারীরা শান্তিপূর্ণ আন্দোলন করলেও দেশটির বিভিন্ন রাজ্যে এখন সহিংসতা ছড়িয়ে পড়েছে।
ওয়াশিংটন পোস্ট, সিনহুয়া, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমরা এই নির্বাচন মানি না

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ