Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ন্যূনতম মজুরি বাড়াচ্ছে গ্রিস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২২, ১২:০৯ এএম

আগামী মাস থেকে ন্যূনতম মজুরি বাড়াচ্ছে গ্রিস। এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো বেতন বাড়ানোর ঘোষণা দিল ইউরোপীয় দেশটি। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি দেশটির নিম্ন আয়ের পরিবারগুলোর ব্যয়ের সক্ষমতা কমিয়ে দিয়েছে। এ অবস্থায় পরিবারগুলোকে একটু স্বস্তি দিতে এ ঘোষণা দিয়েছে দেশটির সরকার। দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাইকিস বলেন, ১ মে থেকে মূল মজুরি মাসে ৫০ ইউরো বেড়ে ৭১৩ ইউরো হবে। এর আগে জানুয়ারিতে গ্রিস সরকার ন্যূনতম মজুরি প্রায় ২ শতাংশ বাড়িয়ে ৬৬৩ ইউরোয় উন্নীত করেছিল। বর্তমানে এ বেতন বাড়ছে ৯ দশমিক ৭ শতাংশ। গত মাসে দেশটিতে ভোক্তা মূল্যস্ফীতি ৮ দশমিক ৯ শতাংশে উন্নীত হয়েছে। এ মূল্যস্ফীতির হার গত ২৭ বছরের মধ্যে সর্বোচ্চ। আকাশ ছোঁয়া জ্বালানি ব্যয় দেশটির পরিবারগুলোর ওপর চাপ সৃষ্টি করেছে। মার্চে প্রাকৃতিক গ্যাসের দাম গত বছরের একই সময়ের তুলনায় ৬৮ দশমিক ৩ শতাংশ বেড়েছে। যেখানে বিদ্যুতের দাম বেড়েছে ৭৯ দশমিক ৩ শতাংশ। চলতি মাসের শুরুতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির প্রতিবাদ জানিয়েছিল। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ন্যূনতম মজুরি বাড়াচ্ছে গ্রিস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ