Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মডেল প্রেমিকার নামে লাহোরে সেতু গড়েছেন শেহবাজ শরিফ!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২২, ৪:৫৯ পিএম

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অতীত অত্যন্ত রঙিন। একাধিক বিয়ে ও প্রেম এবং প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য লাহোরে সেতু নির্মাণ- সবটাই করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

পাকিস্তানের সংবাদ সূত্রের খবর অনুযায়ী, শেহবাজ শরিফ পাঁচটি বিয়ে করেছেন এবং তার দু’জন স্বীকৃত স্ত্রী রয়েছেন - নুসরাত এবং তেহমিনা দুরানি। পারিবারিক অশান্তির মধ্যেই শেহবাজ শরিফের প্রথম বিয়ে হয়েছিল। ১৯৭৩ সালে ২৩ বছর বয়সে নুসরাতকে বিয়ে করার সময় তার বাবার সম্মতি পাননি শেহবাজ শরিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ ও নুসরাতের দুই ছেলে ও তিন মেয়ে এবং অন্য স্ত্রী আলিয়া ও শেহবাজের এক মেয়ে রয়েছে।

প্রথম স্ত্রীর মৃত্যুর পর ১৯৯৩ সালে আলিয়া হানি নামে একজন উঠতি মডেলের সঙ্গে শেহবাজ দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হন বলে জানা যায়। আলিয়াকে বিয়ে করার সময় শেহবাজের বয়স ছিল ৪৩ বছর। লাহোরে ‘হানি ব্রিজ’ নামের সেতুর নাম বদলে আলিয়ার নামে নামকরণ করা হয়। শেহবাজ শরিফ যখন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তখনই এই সেতু নির্মিত হয়েছিল।

ঘোড়ায় টানা সেতুটি তৈরি করা হয়েছিল যাতে তিনি সহজেই তার স্ত্রীর বাসভবনে পৌঁছতে পারেন। অনেকে আবার বলেন, এটি তৈরি করা হয়েছিল যাতে তার দ্বিতীয় স্ত্রীর নিজের অফিস থেকে ফিরতে দেরি না হয়। তবে, শেহবাজ শরিফ এবং আলিয়ার বিবাহ দীর্ঘস্থায়ী হয়নি। শোনা যায় শেহবাজ সউদী আরবে নির্বাসিত থাকার সময় বিবাহবিচ্ছেদ ঘটে। বিবাহবিচ্ছেদের কয়েক মাস পরই রহস্যজনক মৃত্যু ঘটে আলিয়া হানির।

ওই একই বছর ১৯৯৩ সালে, শেহবাজ শরিফ তৃতীয়বার পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির মহাপরিচালক তারিক খোসার বোন নিলোফার খোসাকে বিয়ে করেন। সূত্রের খবর অনুযায়ী, শেহবাজ শরিফের তৃতীয় বিয়েও সফল হয়নি। সূত্রের খবর, পরপর দু’টি অসফল বিয়ের পর, শেহবাজ শরিফ বেশ কয়েক বছর অপেক্ষা করেছিলেন এবং তারপর ২০০৩ সালে গোপনে সমাজকর্মী এবং ঔপন্যাসিক তেহমিনা দুরানিকে বিয়ে করেন।

শেহবাজ শরিফের দ্বিতীয় স্বীকৃত স্ত্রী তেহমিনা। আট বছর একসঙ্গে থাকার পর দু’জনে বিয়ে করেন বলে জানা যায়। সরকারি কর্মকর্তারা বা শরিফ পরিবার সহ কেউই তাদের বিয়ের কথা জানতেন না। ২০১২ সালে ৬০ বছর বয়সে শেহবাজ পঞ্চমবার বিয়ে করেন কালসুম হাইকে। সূত্রের খবর, দু’জনের ইতিমধ্যেই বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে এবং কালসুম হাই শেহবাজ শরিফের সঙ্গে তার বিয়ের সমস্ত দাবি অস্বীকার করেছেন। সূত্র: নিউজ ১৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ