পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সউদী আরবের শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে দেশটির জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট। এমনকি নতুন শ্রমবাজার খুঁজে বের করে বাংলাদেশিদের কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে কনস্যুলেটের শ্রম কল্যাণ উইং। সেই প্রেক্ষিতে কনস্যুলেটের একটি দল স¤প্রতি সউদী আরবের অ্যারাবিয়ান আনজাল কোম্পানী পরিদর্শন করেছেন। শ্রম কাউন্সেলর এম কাজী এমদাদুল ইসলামের নির্দেশনায় দ্বিতীয় সচিব ফাহমি মো. সায়েফ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম সরকারসহ আরো কয়েকজন কর্মকর্তা এই দলে ছিলেন। এসময় কোম্পানীটি বাংলাদেশে অবস্থিত বিভিন্ন রিক্রুটিং এজেন্সীর নামে ১০৭০ জন বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র তাদের হাতে দিয়েছেন। এই কোম্পানীতে প্রায় ৪০ হাজার বাংলাদেশি কাজ করছেন। কোম্পানীর ভিলা পরিদর্শনের সময় বেশ কিছু বাংলাদেশি কর্মী জানান তারা এখানে বেশ ভালো আছেন এবং নিয়মিত বেতন ভাতাদি পাচ্ছেন। এছাড়া কোম্পানি কনস্যুলেটকে আশ্বস্ত করেছে, ভবিষ্যতে প্রচুর পরিমাণে বাংলাদেশি কর্মী নিয়োগ করবে। এই কোম্পানি বিনা খরচে বাংলাদেশ থেকে লোক নিয়োগ করবে বলেও কনস্যুলেট কর্মকর্তাদেরকে লিখিতভাবে জানিয়েছেন।
নবাগত কাউন্সেলর (শ্রম) এম কাজী এমদাদুল ইসলামের যোগদানের পর থেকে জেদ্দাস্থ শ্রম কল্যাণ উইং নিয়মিভাবে বিভিন্ন কোম্পানী পরিদর্শন করছেন যেখানে প্রচুর রেমিট্যান্স যোদ্ধারা রয়েছেন, যারা প্রচুর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে অনবদ্য অবদান রাখছেন। কনস্যুলেট কর্মকর্তারা তাদের নিয়মিত খোঁজ খবর নেয়ায় বাংলাদেশি প্রবাসীরা অনেক সন্তেুাষ প্রকাশ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।