Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টায় পাকিস্তানের নতুন সরকার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২২, ৯:৫৭ এএম

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠা করতে আগ্রহী পাকিস্তানের সদ্য দায়িত্ব পাওয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। যদিও এখন পর্যন্ত পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মন্ত্রিসভার যে তালিকা প্রকাশ করা হয়েছে এবং যারা মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন, সে তালিকায় বিলওয়াল নেই।
এরই মধ্যে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেছেন হিনা রাব্বানি খাঁর। এর আগে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
একটি সূত্র বলছে, বিলওয়াল ভুট্টো এখনও মন্ত্রিসভায় যোগদানের বিষয়টি বিবেচনায় রেখেছেন। এর আগে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মধ্যে কিছু অমীমাংসিত বিষয়ের সমাধান করতে চাচ্ছেন।
এই কারণেই মন্ত্রিসভায় যোগ দেয়ার আগে বিলওয়াল এই বিষয়গুলো নিয়ে পিএমএল-এনের কার্যত প্রধান নওয়াজ শরিফের সঙ্গে আলোচনা করে নিতে চাচ্ছেন।
বিলওয়ালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের বিষয়টি নিশ্চিত না হলেও পিপিপির ক্ষমতায় থাকাকালীন ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকারী হিনা রাব্বানি খার এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
কার্যালয়ে প্রথম দিনে হিনা রাব্বানিকে সার্বিক বিষয়ে অবগত করেছেন পররাষ্ট্র সচিব সোহেইল মাহমুদ।
সরকারি এক সূত্র জানিয়েছে, নতুন সরকারের অধীনে পাকিস্তানের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। যার প্রধান লক্ষ্য সাবেক পিটিআই সরকারের সময় পশ্চিমাদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে ক্ষতি হয়েছে তা মেরামত করা।
খুব স্বল্প সময়ে সরকার পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সফলতা দৃশ্যমান করতে চাইছে। এরই মধ্যে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার পরই দুইবার সরকারি বিবৃতিতে যুক্তরাষ্টের সঙ্গে পাকিস্তানের দীর্ঘমেয়াদি সম্পর্কের গুরুত্ব নিয়ে বলা হয়েছে।
শুধু পশ্চিমা মিত্রই নয়, পাকিস্তানের দীর্ঘদিনের মিত্র চীনের সঙ্গেও সম্পর্কের ধারাবাহিকতা রক্ষা করতে চাচ্ছে নতুন সরকার। এমনকি সউদী আরবের সঙ্গেও সম্পর্ক উষ্ণ শাহবাজের। এরই মধ্যে শাহবাজ শরিফ জানিয়েছেন, ভারতের সঙ্গেও গঠনমূলক আলোচনা চান তিনি।
এর আগে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হলে পশ্চিমা দেশগুলোর অনুরোধ উপেক্ষা করে রাশিয়া সফরে গিয়েছিলেন সদ্য ক্ষমতা হারানো ইমরান খান। যা পশ্চিমা দেশগুলো ভালো চোখে দেখেনি।
পরে ইমরানের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব উঠলে, পশ্চিমা ষড়যন্ত্রকেই দায়ী করেন ইমরান খান। তবে শেষ রক্ষা হয়নি। সংসদের অনাস্থা ভোটে তাকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ