Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় দুইদিন ব্যাপী ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২২, ৭:৪১ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুইদিন ব্যাপী গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘোড় দৌর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা মাঠে উপজেলা আওয়ামীলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের পৃষ্ঠপোষকতায় কৃষ্ণ পুজা উপলক্ষে বৈশাখী মেলা ও ঘোড় দৌর প্রতিযোগীতার আয়োজন করেন লাটেঙ্গাবাসী। উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রাশেদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খানঁ,উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি কৃষ্ণ প্রষাদ মজুমদার, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ভীম চন্দ্র বাড়ৈ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হরগোবিন্দ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত বাড়ৈ,যুবলীগ সভাপতি দিলিপ বাড়ৈ, রাধাগঞ্জ যুবলীগ সভাপতি অশোক বৈদ্য,স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সঞ্জয় হালদার প্রমুখ উপস্থিত ছিলেন। দীর্ঘ দিন ধরে লাটেঙ্গা মাঠে বৈশাখী মেলা ও ঘোড় দৌর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়ে আসছে। এ ঘোড় দৌর প্রতিযোগীতায় দেশের বিভিন্ন অঞ্জল থেকে ছওয়ারিরা তাদের ঘোড়া নিয়ে অংশ গ্রহন করেন।মেলা দেখতে পার্শবর্তি জেলাগুলো থেকে হাজার,হাজার নারী পুরুষ দর্শনার্থীরাদের আগমনে মুখোরিত হয়ে ওঠে গোটা এলাকা। ঘোড় দৌর প্রতিযোগীতায় নরাইলের রবিউলের ঘোড়া প্রথম হয়ে ২৪ ইঞ্চি রঙিন টেলিভিশন পুরুস্কার লাভ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ