বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে প্রতিপক্ষের হামলায় বীর মুক্তিযোদ্ধা মো. শফিউদ্দিন ফকির (৭৮) ফরিদা বেগম (৪০) ও আয়শা বেগম (২০) নামে দুই নারী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্হকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বুজুর্গোকোনা বাজারে এ ঘটনা ঘটে।
স্বাস্হকমপ্লেক্সে আহত বীর মুক্তিযোদ্ধা মো. শফিউদ্দিন ফকির বলেন, ঘটনার দিন সন্ধ্যার পরে আমি ওষুধ কেনার জন্য বুজুর্গোকোনা বাজারে গেলে আমির হোসেন ফকির আমাকে দেখে অকথ্য ভাষায় গালাগাল করে। এ সময় আমি প্রতিবাদ করলে আমির হোসেন ফকিরের নির্দেশে ইজাবুল ফকির ও মকবুল ফকির আমাদের উপর হামলা চালায়। এসময় আমি সহ ফরিদা বেগম (৪০) ও আয়েশা বেগম (২০) আহত হয়। এঘটনায় বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দিন ফকির বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আহত মো. শফিউদ্দিন ফকির বুজুর্গোকোনা গ্রামের মৃত নেছারউদ্দিন ফকিরের ছেলে ও সাবেক সেনাসদস্য।জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মো. শফিউদ্দিন ফকিরের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের আবু তালেব ফকিরের ছেলে আমির হোসেন ফকিরের জমিজমা নিয়ে পারিবারিকভাবে বিরোধ চলে আসছিল । এরই সূত্র ধরে ঘটনার দিন রাতে বুজুর্গোকোনা বাজারে বসে আমির হোসেন ফকির তাঁর লোকজন নিয়ে মো. শফিউদ্দিন ফকিরসহ দুই নারীকে মারধর করে।আমির হোসেন ফকিরের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার চাচাতো ভাই ইজাবুল ফকির ও মকবুল ফকির শফিউদ্দিন ফকিরকে মারধর করেছে বলে ,সফিউদ্দিন ফকির বাড়িতে এসে আমার কাছে বলেছেন ঘটনার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না
কোটালীপাড়া থানার এসআই আব্দুল রাজ্জাক খান বলেন, 'বীর মুক্তিযোদ্ধা মো. শফিউদ্দিন ফকির মারধরের অভিযোগ এনে নিজে বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তদন্ত চলছে। তদন্তে শেষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।'
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।