মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে পারে চলতি মাসের জুলাই মাসে। এ নিয়ে দুই দেশের কূটনীতিবিদদের তৎপরতা শুরু হয়েছে। তবে দুই দেশের সরকার বিষয়টি এখনো নিশ্চিত করেনি।
চলতি মাসের ১১ এপ্রিল শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ওই দিনই তাঁকে অভিনন্দন জানিয়ে টুইট করেন মোদি। টুইট করে মোদি বলেন, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায় ভারত। মোদিকে লেখা চিঠিতে শাহবাজও একই কথা বলেছেন। তিনি বলেন, ভারতের সঙ্গে ‘শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক’ চায় পাকিস্তান, কাশ্মির বিরোধ সমাধানের জন্য যা অপরিহার্য। এর পর থেকেই দুই প্রতিবেশী দেশের সম্পর্কের উন্নতির আশায় বুক বেঁধেছে রাজনৈতিক মহলগুলো। এমন পরিস্থিতিতে শোনা যাচ্ছে, জুলাই মাসেই উজবেকিস্তানের তাসখন্দে বৈঠক করতে পারেন মোদি-শরিফ।
এ বছরের ১৭ জুলাই উজবেকিস্তানের তাসখন্দে সাংহাই করপোরেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠক আছে। সেখানে যোগ দিতে যাবেন দেশ দুটির প্রধানমন্ত্রীরা। সূত্রের খবর অনুযায়ী, সেই সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদি ও শাহবাজ শরিফ আলাদাভাবে কথা বলতে পারেন। এ নিয়ে নাকি দুই দেশের মধ্যে তৎপরতাও শুরু হয়ে গেছে। সেই বৈঠক হলে পাকিস্তান কাটাস রাজমন্দিরে যেতে পারেন মোদি। সেখান থেকে শরিফ তাঁকে ইসলামাবাদ নিয়ে যেতে পারেন বলেও সূত্রগুলো দাবি করছে। তবে এ নিয়ে দুই দেশ এখনো কিছু জানায়নি।
ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মির নিয়ে নানা উতোর-চাপান চলে। এ নিয়ে সমস্যার কারণে সীমান্তে চলে উত্তেজনা। কাশ্মির সমস্যা সমাধানে আলাপ-আলোচনা, বৈঠক, মধ্যস্থতা—অনেক কিছুই হয়েছে। কিন্তু সমাধান আর হয় না। তবে সমাধানের চেষ্টা চলে। শান্তিপ্রতিষ্ঠার নানা উদ্যোগ নেওয়া হলেও কাজ খুব একটা হয়নি। প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পরই কাশ্মির সমস্যা সমাধানের পক্ষে কথা বলেছেন শাহবাজ শরিফ। আর এরপর কূটনৈতিক মহল ধারণা করছে, এবার সীমান্ত সমস্যা সমাধানের সূত্র খোঁজা হতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।