Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলঙ্কায় ১৭ নতুন মন্ত্রী নিয়োগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২২, ১২:০৫ এএম

নতুন এক মন্ত্রীসভা গঠন করেছেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশব্যাপী প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদারের মধ্যে ১৭ সদস্যের নতুন মন্ত্রী নিয়োগ দিয়েছেন তিনি। খবর বিবিসি। চলতি মাসের শুরুতে একযোগে পদত্যাগ করেন শ্রীলংকার ২৬ মন্ত্রী। এতে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয়। পরিস্থিতি সামলাতে বিরোধী দলগুলো থেকেও মন্ত্রী পদ গ্রহণের আহ্বান জানান গোতাবায়া রাজাপাকসে। কিন্তু বিরোধীরা এতে সাড়া দেয়নি। অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসেসহ সব মন্ত্রীর পদত্যাগের প্রায় দুসপ্তাহ পরে দলের বিভিন্ন সদস্যকে মন্ত্রীপদে নিয়োগ দেন। আজ নিয়োগ দেয়া ১৭ মন্ত্রীর মধ্যে রয়েছেন-দীনেশ গুনাবর্ধানা (জনপ্রশাসন, স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার), ডগলাস দেবানন্দ (মৎস্য), ড. রমেশ পাথিরানা (শিক্ষা ও বনায়ন), প্রসন্ন রানাতুঙ্গা (জননিরাপত্তা ও পর্যটন), ডিলুম আমুনুগামা (পরিবহন ও শিল্প), কনাকা হেরাথ (মহাসড়ক), ভিদুরা বিক্রামানায়েক (শ্রম)। ১৯৪৮ সালে ব্রিটেন থেকে স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলংকা। বৈদেশিক মুদ্রা স্বল্পতায় সংকটের শুরু হয়। ডলারের স্বল্পতায় প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারছে না দেশটি। এতে তেল, গ্যাস, জরুরি ওষুধসহ প্রয়োজনীয় পণ্য স্বল্পতা দেখা দিয়েছে। উচ্চ মূল্যস্ফীতিতে শ্রীলংকানরা রাস্তায় নেমে এসেছে। এপ্রিলের শুরুতে গণআন্দোলন তীব্রতা পেয়েছে। এখন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্রেুী ও পেশার মানুষ আন্দোলন করে যাচ্ছে। নতুন মন্ত্রীসভা নিয়োগের মাধ্যমে গোতাবায়া এ বার্তা দিলেন তিনি আন্দোলনকারীদের দাবির কাছে মাথা নত করবেন না। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কায় ১৭ নতুন মন্ত্রী নিয়োগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ