Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবারের বিজয়মেলা তরুণদের উৎসর্গ করা হবে মহিউদ্দিন চৌধুরী

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, বিজয় মেলা শুধু আনুষ্ঠানিকতা নয়, এর সঙ্গে জড়িতদের প্রতিদিন ঘরে ঘরে যেতে হবে, তাহলেই বিজয় মেলা সার্থকতা বহন করবে। গতকাল রোববার বিকেলে মুক্তিযুদ্ধ বিজয় মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর প্রথম দিনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিজয় মেলা নতুন প্রজন্মকে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করার চেতনা জোগায়। এবারের বিজয় মেলা ১৮ অনূর্ধ্ব তরুণ-কিশোরদের জন্য উৎসর্গ করা হবে। বক্তব্য রাখেন বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুস, ইন্দুনন্দন দত্ত, নঈমুদ্দিন চৌধুরী, এম রেজাউল করিম চৌধুরী, বদিউল আলম, আহমেদুর রহমান সিদ্দিকী, আহমদ নবী, জাহাঙ্গীর চৌধুরী, আবুল মনসুর, এম এন ইসলাম, সাহাব উদ্দিন, মোজাফফর আহমদ, আবুল কাশেম চিশতী, মাহবুবুল হক সুমন প্রমুখ। প্রতিবারের মতো এবারো নগরীর আউটার স্টেডিয়ামে বিজয়ের মাস ডিসেম্বরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবারের বিজয়মেলা তরুণদের উৎসর্গ করা হবে মহিউদ্দিন চৌধুরী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ