মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পোল্যান্ড-বেলারুশ সীমান্তে ৮০ কিলোমিটার দীর্ঘ ট্রাকের জট তৈরি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে দ্রুত রাশিয়ার ও বেলারুশের ট্রাক চালকরা পোল্যান্ড ছেড়ে যাওয়ার চেষ্টা করায় এই জট তৈরি হয়েছে বলে রোববার জানিয়েছে বিবিসি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, শনিবার মধ্যরাতের মধ্যে বেলারুশ ও রাশিয়ার ট্রাকগুলোকে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ত্যাগের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে সীমান্ত ছাড়ার জন্য বিপুল সংখ্যক ট্রাক ও লরি আসতে থাকে। তল্লাশি চৌকিতে বিপুল সংখ্যক যানবাহনের চাপ সামাল দিতে না পারায় ৮০ কিলোমিটার দীর্ঘ সড়কে ট্রাক ও লরিগুলোকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কোনো কোনো যান ৩৩ ঘণ্টা পর্যন্ত আটকে ছিল বলে জানা গেছে।
ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া ও বেলারুশ থেকে আসা লরিগুলোর প্রবেশনিষিদ্ধ করেছে। তবে ওষুধ, ডাক বা পেট্রোলিয়াম পণ্য বহনকারী লরিগুলোকে ছাড় দেওয়া হয়েছে। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।