Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুলুসহ বিএনপির ২২ জনকে গ্রেফতারের নির্দেশ

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কোর্ট রিপোর্টার : রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লহ বুলুসহ বিএনপির ২২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে পলাতক এসকল আসামিদের গ্রেফতার করা গেল কিনা সে বিষয়ে আগামী ২৭ জানুয়ারি পুলিশকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গতকাল মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল সাংবাদিকদের জানান, উল্লেখযোগ্য পলাতক আসামি বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লহ বুলু, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলসহ ২২ জন আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জরি করেছেন। এছাড়া কারাগারে থাকা হাবিব উন নবী খান সোহেলের জামিন আবেদন এদিন নাকচ করে দেন বিচারক। এছাড়া জামিনে থাকা আমানুল্লাহ আমান, রাজীব আহসান, জয়নুল আবেদীনসহ পাঁচজন আগের ফের জামিন পেয়েছেন। এছাড়া এম কে আনোয়ার, শওকত মাহমুদ অসুস্থতার কারণ দেখিয়ে সময় চাইলে তাদের আবেদন মঞ্জুর হয়।
মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ১৩ ফেব্রæয়ারি ২০ দলীয় ঐক্যজোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে পল্টন মডেল থানা এলাকার শান্তিনগর, চামেলীবাগ, চৌরাস্তায় অবস্থিত টুইন টাওয়ারের সামনে একটি পিকআপভ্যানের চালক রফিকুল ইসলামকে হত্যাচেষ্টা এবং মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে দাঙ্গার সৃষ্টি করে গাড়িটিতে আগুন ধরিয়ে দেন আসামিরা। এ ঘটনায় পল্টন থানার এসআই মমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরপর গত বছরের ৩০ এপ্রিল ৩০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বুলুসহ বিএনপির ২২ জনকে গ্রেফতারের নির্দেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ