Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দায়িত্ব ছাড়ছেন মারুফুল

প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সাফ সুজুকি কাপকে সামনে রেখে গতবছর ২৯ নভেম্বর জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব পান মারুফুল হক। দেড় মাসেরও বেশি সময়ের দায়িত্বকালে মারুফুল চরমভাবে ব্যর্থ হয়েছেন। সাফের গ্রæপ পর্ব থেকে বিদায়ের পর এবার বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনাল থেকে ছিটকে পড়েছে তার দল। তাই হতাশ এই কোচ জাতীয় দলের দায়িত্বে থাকতে আর রাজী নন। গতকাল বাহরাইনের কাছে হারের পর এমন ইচ্ছাই প্রকাশ করেন তিনি। সেমিফাইনাল শেষে মারুফুল বলেন, ‘আমি ক্লাবেই ফিরে যাবো। জাতীয় দলে আর আসবো না।’ ভারাক্রান্ত মনেই কথাগুলো বলেন তিনি। বাংলাদেশ কোচ আরো বলেন, ‘সাফের ব্যর্থতায় ফুটবলারদের মানসিকতা অনেকটাই নীচু হয়ে গিয়েছিলো। আমি চেষ্টা করেছি, তাদের এমন অবস্থার পরিবর্তন আনতে। ফুটবলাররা অনেকটা উতরেও গিয়েছিলো। কিন্তু ইনজুরির কারণে আজ (গতকাল) আমার সেরা একাদশটা খেলাতে পারিনি। তারপরও মাঠে যারা ছিলো তারা চেষ্টা করেছে। আসলে বলতে গেলে, হারের পুরো ব্যর্থতাটা আমার। আমিই এর দায় নিচ্ছি।’ মারুফুল যোগ করেন, ‘আমাদের দেশের প্রেক্ষাপটে যারা প্রতিভাবান, কেবল তারাই জাতীয় দলে রয়েছে। আমরা যদি একটু নেপাল, শ্রীলংকা, মালদ্বীপের দিকে তাকিয়ে দেখি, তারা গত ১০ বছরে কতটা এগিয়েছে। সেক্ষেত্রে আমরা কি কাজ করেছি একটা শক্তিধর জাতীয় দল বের করার জন্য? সেক্ষেত্রে কিন্তু পার্থক্যটা বিস্তর। এই পার্থক্যটা দিন দিন বাড়বে বই কমবে না।’
টুর্নামেন্টে বাংলাদেশের দু’টি দল খেলেছে। বাংলাদেশ জাতীয় দল এবং অনূর্ধ্ব-২৩ দল। কিন্তু কোচ মারুফুল দু’দলের একটিরও কোন উন্নতি দেখছেন না। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে উৎফুল্ল বাজরাইন কোচ মারজান ইদ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আজকের (গতকালের) ম্যাচটি আমাদের জন্য অনেক ভালো ছিল। ফাইনালে কোয়ালিফাইং করতে পেরেছি। আমরা আরও গোল করার সুযোগ পেয়েছি। কিন্তু ছেলেরা তা কাজে লাগাতে পারেনি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দায়িত্ব ছাড়ছেন মারুফুল

১৯ জানুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ