Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে কিশোর ফ্র্যাঞ্চাইজি লিগ!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

বয়সভিত্তিক পর্যায়ে খেলা ক্রিকেটারদের নিয়ে অভিনব এক উদ্যোগ গ্রহণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিশোরদের জন্য তারা প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ। টুর্নামেন্টটির নাম দেওয়া হয়েছে পাকিস্তান জুনিয়র লিগ (পিজেএল)। আগামী অক্টোবরে মাঠে গড়াতে যাচ্ছে পিজেএলের উদ্বোধনী আসর। টুর্নামেন্টটির বিভিন্ন ধরনের স্বত্ব (টাইটেল স্পন্সর, লাইভ স্ট্রিমিং, ক্যাটাগরি স্পন্সরশিপ ও টিম ফ্র্যাঞ্চাইজি) কিনতে আগ্রহীদের খোঁজে ইতোমধ্যে বিজ্ঞাপন দিয়েছে পিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ডের প্রধান রমিজ রাজা বলেছেন, বিশ্বে এই ধরনের আন্তর্জাতিক লিগ এটাই প্রথম।
১৫ থেকে ১৯ বছর বয়সী ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হবে পিজেএল। মোট পাঁচটি দল অংশ নেবে টুর্নামেন্টটিতে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যে শহরগুলোর নামে দল রয়েছে, পিজেএলে সেগুলো না রেখে দল থাকবে অন্য শহরের নামে। তবে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিদের পিজেএলে দল নিতে কোনো বাধা নেই। চমকপ্রদ এই উদ্যোগের ব্যাপারে পিসিবি চেয়ারম্যান রমিজ বলেছেন, ‘আমি রোমাঞ্চিত ও উত্তেজিত এই কারণে যে অনেক দিনের কঠোর পরিশ্রম ও পরিকল্পনার পর আমরা পাকিস্তান জুনিয়র লিগের জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট ডকুমেন্ট (বিভিন্ন ধরনের স্বত্ব কিনতে আগ্রহীদের জন্য নথি) প্রকাশ করেছি।’
পিজেএলে কিংবদন্তী তারকাদের পদচারণা থাকবে বলে উল্লেখ করেছেন তিনি, ‘এটি একটি শহরভিত্তিক লিগ হবে যেখানে বয়সভিত্তিক আন্তর্জাতিক ক্রিকেটারদের বেছে নেওয়া হবে ড্রাফটের মাধ্যমে। মেন্টর ও কোচের ভূমিকায় কিংবদন্তী ও আইকন ক্রিকেটারদের ডাগ-আউটে রাখার মাধ্যমে একটি চমৎকার পরিবেশ তৈরির পাশাপাশি শীর্ষ পর্যায়ের সম্প্রচারকের ব্যবস্থাও করবে পিসিবি।’ রমিজ জানিয়েছেন, অনেকগুলো উদ্দেশ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে পিজেএল, ‘পিজেএলের মতো উদ্যোগগুলো হলো ক্রিকেটারদের জন্য সুযোগ তৈরি করা, প্রতিভা চিহ্নিত করা, তাদের বিশ্বমানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা এবং ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে ব্যবধান কমিয়ে আনার প্রক্রিয়া।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তানে কিশোর ফ্র্যাঞ্চাইজি লিগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ