মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘অখণ্ড ভারতের’ স্বপ্ন শিগগিরই বাস্তবে পরিণত হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত। অখিল ভারতীয় আখড়া পরিষদের সভাপতি স্বামী রবীন্দ্র পুরীর এক বক্তব্যের প্রেক্ষিতে হরিদ্বারে একটি অনুষ্ঠানে মোহন ভাগবত অখণ্ড ভারত নিয়ে এই দাবি করেন। এর আগে পুরী বলেছিলেন, ‘জ্যোতিষশাস্ত্রীয় গণনার ভবিষ্যদ্বাণী অনুযায়ী দেখা যাচ্ছে আগামী ২০ থেকে ২৫ বছরেই অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ হবে।’ মোহন ভাগবত বলেন, ‘ঋষি অরবিন্দ বলেছিলেন যে ভারত আবার জেগে উঠবে কারণ এটাই বাসুদেবের (শ্রী কৃষ্ণ) ইচ্ছে। স্বামী বিবেকানন্দ এবং ঋষি অরবিন্দ ভারত নিয়ে যা যা বলেছেন, আমি তা বিশ্বাস করি। আর এটা আমি নিজের গণনার ভিত্তিতে বলছি কোনও জ্যোতিষশাস্ত্রীয় গণনার ভিত্তিতে নয়। তবে আমি পুরো বিশ্বাসের সঙ্গে বলছি যে স্বামী রবীন্দ্র পুরী যা বলেছেন, আমি বিশ্বাস করি তা হবেই।’ আরএসএস প্রধান বলেন, ‘আমরা যেই গতিতে এগোচ্ছি, তাতে ২৫ থেকে ৩০ বছরের মধ্যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। তবে আমরা যদি কঠোর পরিশ্রম করি এবং সবাই সম্মিলিত হয়ে এগিয়ে যাই, তাহলেই এর অর্ধেক সময় আমরা লক্ষ্যে পৌঁছে যাব।’ তিনি আরও বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তের বহু জাতীয় মানুষকে ভারত স্বাগত জানিয়েছে। যারা ভালো, তাদের একত্রিত করতে হবে। যারা একটু কম ভালো, তাদের শুধরাতে হবে। আর যারা খারাপ, তাদের ধ্বংস করতে হবে। ভারতকে তাহলে নিজের লক্ষ্যে পৌঁছতে কেউ আটকাতে পারবে না।’ এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।