Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই পাঞ্জাবে মুখ্যমন্ত্রী নির্বাচন আজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২২, ২:৫২ পিএম

পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচনে প্রদেশের পার্লামেন্টে ভোট অনুষ্ঠিত হবে আজ। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে লাহোর হাইকোর্টের নির্দেশে এ ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানায়।

প্রাদেশিক পার্লামেন্টের অধিবেশনের সভাপতিত্ব করবেন ডেপুটি স্পিকার সরদার দোস্ত মুহাম্মদ মাজারি।
ভোটে হামজা শাহবাজ ও পারভেজ এলাহির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করা হচ্ছে।
হামজা পিএমএল-এন ও জোটের দলগুলোর প্রার্থী। অপরদিকে পিএমএল-কিউর এলাহির পেছনে সমর্থন রয়েছে পিটিআই-এর।
গত বুধবার লাহোর হাইকোর্টের দেওয়া নির্দেশনা অনুযায়ী আজ অধিবেশন অনুষ্ঠিত হবে। এর আগে হাইকোর্ট আগাম নির্বাচন আয়োজন ও ডেপুটি স্পিকারের ক্ষমতা পুনর্বহালে হামজার আবেদন প্রত্যাখ্যান করেন। গত সপ্তাহে ডেপুটি স্পিকারের ক্ষমতা খর্ব করা হলে আদালত তাকে আজ ভোট আয়োজনের নির্দেশ দিয়েছেন। সূত্র : জিও নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ