গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বিশেষ সংবাদদাতা ঃ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান (সচিব পদমর্যাদায়) এ এম বদরুদ্দোজা খাদ্য মন্ত্রণালয়ের সচিব, আইএমইডি’র সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী আইএমইডি’র সচিব এবং জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন্নাহার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। খাদ্য মন্ত্রণালয়ের সচিব বেগম মুশফেকা ইকফাৎ বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এবং প্রেসিডেন্টের কার্যালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহমুদ রেজা খান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।
অতিরিক্ত সচিব এপিডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ঃ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এপিডি পদে দায়িত্ব পালনকারী মো. মহিবুল হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু তাহের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব, জাতীয় সঞ্চয় অধিদফতরের মহাপরিচালক বেগম মাহমুদা আক্তার মীনা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং স্কুল ফিডিং ইন পুওরেস্ট এরিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক বাবলু কুমার সাহা জাতীয় সঞ্চয় অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।