Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে স্পিকারের দায়িত্বে আসছেন সাবেক প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২২, ১২:২৬ পিএম

পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার হিসেবে শনিবার দায়িত্ব গ্রহণ করবেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী রাজা পারভেইজ আশরাফ। গতকাল শুক্রবার নির্ধারিত সময়সীমার মধ্যে আর কেউ স্পিকার পদে মনোনয়ন পত্র জমা দেননি।পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার শপথ নেবেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) জ্যেষ্ঠ নেতা রাজা পারভেইজ আশরাফ। -ডন

২০১২ সালের ২২ জুন থেকে ২০১৩ সালের ১৬ মার্চ পর্যন্ত পাকিস্তানের ১৯তম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডেপুটি স্পিকার কাসিম সুরির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হতে পারে। সুরি এখন ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে আছেন। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সংসদে তোলার আগমুহূর্তে আসাদ কায়সার পদত্যাগ করলে স্পিকারের পদ খালি হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজা পারভেইজ আশরাফ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ