বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর পাহাড়তলী এলাকায় ছুরিকাঘাতে ফাহিম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে ইমন (১৬) নামে আরও একজন । তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোর গ্যাংয়ের বিরোধের জের ধরে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঈদগাঁ কাঁচা রাস্তার মাথায় চা দোকানের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা অতর্কিত ফাহিম ও ইমনকে ছুরি দিয়ে আঘাত করে। খবর পেয়ে ফাহিমের বাবা ছেলেকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। এছাড়া ইমনকে চমেকের ২৪নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, রাতে দুই দল কিশোরের ঝামেলা হয়েছে। তবে কী নিয়ে তাদের মারামারি হয়েছে তা জানতে পারেনি। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এ ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।