Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেজাউল ইসলাম হাসু

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নতুন যুগের সেনা

সূর্য যদি আল্সে হতো থাকতো ঘুমে দুচোখ বুঁজে,
কমলা রোদের বর্ণমালায় পেতাম নাকো সকাল খুঁজে।
আল্সে হতো পাখি যদি মেলতো না আর সোনার ডানা,
হাসতো না অই নীলের চাদর উপ্চে পড়া আকাশ খানা।

গাছপালা, ফুল, নদীনালা ওরাও যদি আল্সে হতো,
হাওয়ার প্যাকে বাষ্প হয়ে বর্ণালী রূপ উড়ে যেতো,
বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকা অটল উদার পাহাড়-গিরি,
ঢেউ ভরা ওই সাগর সমীর কেউ চিনে না আল্সে সিঁড়ি

আমরা মাগো কেনো তবে আল্সে নামের গল্প হবো,
চোখের পাতা বন্ধ করে অন্ধকারে ঘুমিয়ে রবো?
সূর্য-পাখি, পাহাড়-গিরি, গাছপালা, ফুল, নদীর মতো-
নতুন যুগের সেনা হবো ডিঙে বাধার আঁধার যত।

গোলাম আশরাফ খান উজ্জ্বল
আমার মেয়ে

আমার মেয়ে ভালো
ঘর করছে আলো
শহরের স্কুলে যায়
ভালো গান গায়।

চাঁদের মতো মুখ
দেখলে লাগে সুখ
ছন্দ করে পড়ে
বকুল যেন ঝরে।
জানুয়ারি টু ডিসেম্বর
শেষ করে বইপত্তর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেজাউল ইসলাম হাসু

১৪ নভেম্বর, ২০১৬
আরও পড়ুন