Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমরান খানের অভিযোগ অস্বীকার করলো পাকিস্তানের সেনাবাহিনী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২২, ১১:০৯ এএম

ইমরান খান সরকারের পতন ঘটাতে কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্র- পিটিআই প্রধানের এই অভিযোগ সাফ অস্বীকার করেছে পাকিস্তানের সেনাবাহিনী। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ক্ষমতাচ্যুত হওয়ার আগে থেকেই এই অভিযোগ করে আসছিলেন ইমরান খান। বুধবার পেশোয়ারের বিশাল জন-সমাবেশে আবারও তুললেন এই প্রসঙ্গ। তিনি বলেন, পাকিস্তানে সামরিক ঘাঁটি বানানোর উদ্দেশেই কৌশলে তার সরকারের পতন ঘটিয়েছে যুক্তরাষ্ট্র।

সেনা মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিখার জানান, এ ধরনের কোনো ষড়যন্ত্রের আভাস পায়নি সেনাবাহিনী। একই সাথে গণ্ডগোল মেটাতে সেনাপ্রধান মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন- ইমরান খানের এই দাবিও অস্বীকার করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ