Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমরানের সরকারের বিরুদ্ধে প্রথম তদন্তের নির্দেশ শাহবাজের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২২, ৬:০৩ পিএম

পিটিআইয়ের নেতৃত্বাধীন সাবেক সরকারের বিরুদ্ধে প্রথমবারের মতো তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার তিনি এ নির্দেশ দেন। খবর জিও নিউজের।
খবরে বলা হয়, ইসলামাবাদ মেট্রো বাস সার্ভিস চালুর প্রকল্প কেন গত চার বছর ঝুলে ছিল সে বিষয়ে পিটিআই সরকারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) ১৬ এপ্রিল থেকে ইসলামাবাদ মেট্রো বাস সার্ভিস কার্যকরের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী সকাল ৭টায় পেশওয়ার মোড় মেট্রো বাস স্টেশনে আসেন এবং প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন।
ইসলামাবাদ মেট্রো বাস স্টেশন সার্ভিস সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ২০১৭ সালে চালু করেন। যা ২০১৮ সালে কার্যকর হওয়ার কথা ছিল।
১৬ বিলিয়ন রুপির এ মেগা প্রকল্প বাস্তবায়নে দেরির কারণে হতাশা প্রকাশ করে শাহবাজ বলেন, এটি ‘গুরুতর অবহেলা’। এটি সাধারণ জনগণের প্রতি ‘অন্যায়’।
তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রকল্প বাস্তবায়নে দেরির কারণ ও কী পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে তা খুঁজে বের করার নির্দেশ দেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় ইসলামাবাদ মেট্রো বাস সার্ভিস সচলের নির্দেশ দিলেন শাহবাজ শরিফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ