Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরও ভয়ঙ্কর হব! বিরোধীদেরকে হুঁশিয়ারি ইমরান খানের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২২, ৪:৩৯ পিএম

ক্ষমতাচ্যূত হওয়ার পর বুধবার প্রথম জনসভা করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পেশওয়ারের তার দলের কর্মী সমথর্কদের সেই জনসভায় তিনি বলেন, ‘আমি যখন সরকারে ছিলাম তখন ভয়ঙ্কর ছিলাম না। কিন্তু এই এখন আমি ভয়ঙ্কর।’

কর্মী-সমর্থকদের সভায় এই ভাষণ দিলেও আসলে তার এই বার্তা ছিল বিরোধীদের উদ্দেশে। সভায় ইমরান আবারও ‘বিদেশি মদতে’ তার সরকারকে ফেলে দেওয়ার অভিযোগ করেন। এর পিছনে গভীর চক্রান্ত রয়েছে বলে তিনি অভিযোগ করেন। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর প্রশ্ন, ‘আমার বিরুদ্ধে ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা প্রস্তাবের পাশের আগে কেন মধ্যরাতে আদালত বসল? আমি কি কোনও আইন ভেঙেছি?’

প্রসঙ্গত, ৯ এপ্রিল মধ্যরাতে পাক সুপ্রিম কোর্ট ইমরান সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোটের জন্য নির্ধারিত সময়সীমা সংক্রান্ত একটি আবেদনের শুনানির জন্য গভীর রাতে প্রস্তুত ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বিধানসভার তৎকালীন স্পিকার আসাদ কায়সার মধ্যরাতে ভোট গ্রহণ করেননি। ইমরান সংক্রান্ত আরও একটি আবেদনের শুনানির জন্য মধ্যরাতে ইসলামাবাদ হাইকোর্টও খোলা হয়েছিল। ঘটনাক্রমে অনাস্থা ভোট শুরুর আগেই স্পিকার পদত্যাগ করেন এবং রাতে অ্যাসেম্বলিতে ভোট হয়। ইমরান খান পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী যিনি অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন। রাতে আদালত খোলার পক্ষে বিরোধীদের যুক্তি ছিল ‘সংবিধান লঙ্ঘন’ হচ্ছিল। সে কারণেই আদালতকে রাতে বসতে হয়েছে।

নতুন সরকারের বিরুদ্ধে তোপ দেগে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা এই আমদানি করা সরকারকে মেনে নেব না।’’ এই অভিযোগ অবশ্য তিনি অনাস্থা ভোটের আগে থেকেই করে আসছেন। তার দাবি, জনগণও বিক্ষোভ দেখিয়ে সরকারে বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানিয়েছেন। প্রসঙ্গত, রবিবার ইমরানের সমর্থনে দেশ জুড়ে একাধিক মিছিল বার হয়। সভায় তিনি সরাসরি আমেরিকার দিকেই আঙুল তোলেন। তিনি কথায়, ‘‘আমেরিকা এই ডাকাত সরকার চাপিয়ে পাকিস্তানকে অপমান করেছে। জুলফিকার আলি ভুট্টোকে আমেরিকার ষড়যন্ত্রে বরখাস্ত করা হয়েছিল। কিন্তু মনে রাখতে হবে এটি ১৯৭০ সালের পাকিস্তান নয়। এটা নতুন পাকিস্তান।’’ সূত্র: জিও টিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ