Inqilab Logo

রোববার ১৩ অক্টােবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১, ০৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে সংবাদকর্মী নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২২, ১২:১২ পিএম

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তে দুর্বৃত্তদের গুলিতে মো. মহিউদ্দি সরকার (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী হায়দারাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. মহিউদ্দি সরকার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের বাসিন্দা।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তার সঙ্গে একটি পত্রিকার আইডি কার্ড পাওয়া গেছে। তবে কারা তাকে গুলি করেছে এ বিষয়ে এখনো পরিষ্কার নয়। পরে বিস্তারিত জানানো হবে।

বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মুজাহিদ বলেন, রাত সাড়ে ১০টার দিকে গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুলিতে নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ