Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বানিয়াচঙ্গে বজ্রপাতে স্কুলছাত্রসহ ৩ জন নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২২, ১১:৩৯ এএম

হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে স্কুলছাত্রসহ ৩ জন নিহত হয়েছে। আজ সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- আলমগীর মিয়া (২৬), হোসাইন (১২) ও ঝুমা বেগম (১৩)।

জানা যায়, ১৪ই এপ্রিল সকালে বানিয়াচংয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এসময় হাওরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে মারা যায় হোসাইন (১২) নামের এক শিশু। সে ৩নং ইউনিয়নের তাতারী মমল্লার আক্কেল আলীর ছেলে। একই সময়ে বাড়ির আঙ্গিনায় থাকাবস্থায় বজ্রপাতের আঘাতে মারা যান ঝুমা বেগম (১৩) নামে অপর এক শিশু। সে ৩নং ইউনিয়নের জাতিকর্ণপাড়া বড় বান্দের আব্দুর রহমান এর মেয়ে।

একই সময়ে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতের আঘাতে মারা যান ৮নং খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের সামছুল মিয়ার ছেলে কৃষক আলমগীর মিয়া (২৬)।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বজ্রপাতে নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ