মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানে সেনাবাহিনীর অধিনস্ত ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত শুরু করেছে।
ইমরান খানের বিরুদ্ধে তারা একটি জুয়েলার্সের কাছে একটি দামি উপহারের নেকলেস বেশি দামে বিক্রি করে জাতীয় কোষাগারে তার চেয়ে কম টাকা জমা দেয়ার মতো হাস্যকর অভিযোগ আনা হয়েছে, যার তদন্ত শুরু করেছে এআইএ। সূত্র জানায়, দামি নেকলেসটি সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জুলফিকার বুখারির মাধ্যমে এক জুয়েলার্সের কাছে বিক্রি করা হয়। অভিযোগে বলা হযেছে, নেকলেসটি ১৮ কোটি রুপিতে বিক্রি করা এবং তারপর কয়েক লাখ রুপি জাতীয় কোষাগারে জমা দেয়া হয়েছে, যা বেআইনি।
রোববার, ডিজিটাল মিডিয়াতে সাবেক প্রধানমন্ত্রী খানের ফোকাল পার্সন, ড. আরসালান খালিদের বাড়িতে সাদা পোশাকের অফিসাররা লাহোরে অভিযান চালায়, যারা একটি ল্যাপটপ এবং কিছু মোবাইল ফোন নিয়ে যায়। ড. খালিদ, যার বিরুদ্ধে দেশ ছাড়ার ওপরে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, গ্রেফতার এড়াতে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানোর অভিযোগ রয়েছে। পিটিআই দাবি করেছে, যে ডা. খালিদ কখনও সোশ্যাল মিডিয়ায় কাউকে গালি দেননি বা কোনো প্রতিষ্ঠানকে আক্রমণ করেননি। সূত্র : ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।