Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাজীগঞ্জে পানিতে ডুবে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২২, ৫:৫৮ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলো সাইমুম (৭) ও তামিম (৫)। তারা উপজেলার দ্বাদশ ইউনিয়নের মুকুন্দসার গ্রামের সাইফুল ইসলাম পাটোয়ারী সন্তান। ঘটনাটি ঘটে বুধবার দুপুরে।

স্থানীয় বাসিন্দা আলমগীর কবীর জানান, বুধবার দুপুরে হাজিগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রামের মুকুন্দসার গ্রামে সাইমন ও তামিম খেলতে গিয়ে পার্শ্ববর্তী পুকুরে ডুবে যায়। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

নিহতদের বাবা সাইফুল পাটোয়ারী ও মা লামিয়াসহ পরিবারের সদস্যরা দুই শিশুকে হারিয়ে বাকরুদ্ধ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মর্মান্তিক মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ