Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ইতিবাচক বার্তা দিলেন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২২, ১:১৭ পিএম

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্কের ওপরে জোর দিয়েছেন । তিনি প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর একটি বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র।

এর প্রতিক্রিয়ায় পাক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়, নতুন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচকভাবে যুক্ত হতে চায়। যাতে করে এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিতে দুই দেশের সাধারণ উদ্দেশ্য সফল হয়। এ খবর দিয়েছে ডন।

এর আগে হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়, একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ পাকিস্তান যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। শেহবাজ প্রধানমন্ত্রী হওয়ার কয়েক ঘণ্টার মাথায় হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এক বিবৃতিতে এ কথা বলেন।

তিনি পাকিস্তানের নতুন সরকারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে যুক্ত হওয়ার কথাও জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ