Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বে করোনায় একদিনে আক্রান্ত ১১ লাখ, মৃত্যু সাড়ে ৩ হাজার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২২, ১২:৫১ পিএম

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ১৩ হাজার ৩৫৩ জন মানুষ। মারা গেছেন তিন হাজার ৬২১ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫০ কোটি ১১ লাখ ৬৬ হাজার ৬৫৮ জনে।

মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ নয় হাজার ৬৮৭ জনে। এছাড়া সুস্থ হয়েছেন মোট ৪৫ কোটি ১২ লাখ ৯২ হাজার ২৮০ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ২১ লাখ ৩৩ হাজার ৩৪২ জন। মোট মারা গেছেন ১০ লাখ ১৩ হাজার ৪৪ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩০ লাখ ৩৮ হাজার ১৬ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৭৪৬ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ১৮ লাখ তিন হাজার ৯২৯ জন। ছয় লাখ ৬১ হাজার ৫৫২ জন মারা গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ