Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হামলা অবশ্যম্ভাবী ম্যানুয়েল ভলস

প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউরোপে ভবিষ্যতে বড় ধরনের আরো সন্ত্রাসী হামলাকে অবশ্যম্ভাবী বলে মন্তব্য করেছেন করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস। গত শনিবার জার্মানিতে ইউরোপের নিরাপত্তা বিষয়ক সম্মেলন মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন। বক্তব্যে তিনি বলেন, আমরা জানি, আমরা এমন একটি যুগে প্রবেশ করেছি যখন বড় ধরনের সন্ত্রাসবাদের উপস্থিতি দীর্ঘায়িত হচ্ছে। যে কোনো হুমকির ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং সর্বোচ্চ শক্তি দিয়ে রুখে দিতে হবে। আরো হামলা হবে। বড় ধরনের হামলা হবে। এটা নিশ্চিত। উল্লেখ্য, গত বছরের ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে আইএসের এক হামলায় ১৩০ জন লোক নিহত হয়েছিল। এর আগে ২০০৬ সালে মোহাম্মদ (স.) এর কার্টুন প্রকাশ করার পর প্রকাশকারী পত্রিকা শার্লি এবদোর কার্যালয়েও ওই বছরের জানুয়ারিতে অপর এক হামলায় ১২ জন নিহত হয়। এদিকে ওই একই সম্মেলনে অংশ নিয়ে বৃহস্পতিবার সিরিয়ার বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার বিমান হামলা বন্ধের আহ্বান জানান ভলস। তিনি বলেন, বেসামরিক নাগরিকদের উপর এই হামলা সিরিয়ার সম্ভাব্য শান্তি আলোচনা হুমকির মুখে ফেলবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা অবশ্যম্ভাবী ম্যানুয়েল ভলস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ