গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : রাজধানীর বিমানবন্দর এলাকায় গতকাল শনিবার রহস্যজনক আগুনে দগ্ধ হয়েছেন শামীমা আক্তার রুনা (৪০) নামে এক নারী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান, গতকাল সকাল ৭টার দিকে ওই নারীকে বিমান বন্দর গোল চত্বর এলাকা থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। কে এবং কীভাবে তাকে আগুন দিয়েছে এ ব্যাপারে জানতে চাইলে ওই নারী অসংলগ্ন কথা বলেন। কখনো তিনি বলেন, বদ জ্বীন তাকে আগুন দিয়েছে। এর আগে শুক্রবার রাতে জ্বীন তাকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার কাশিপুর এলাকার বাসা থেকে তুলে নিয়ে এসেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।