প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
একসময়ের দর্শকপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী নূতন এখন সিনেমায় অভিনয় করেন না বললেই চলে। মাঝে মাঝে অভিনয় করেন। তবে চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে তার মধ্যে বেশ ক্ষোভ রয়েছে। বলে দিয়েছেন, ‘আমি মারা গেলে, আমার লাশ যেন এফডিসিতে না আনা হয়।’ তার মধ্যে কেন ও কিসের এত ক্ষোভ তা তিনি স্পষ্ট করে বলেননি। শুধু বললেন, আপনারা খোঁজ নিন। তবে যতটুকু বোঝা যায়, চলচ্চিত্রে তার অবমূল্যায়ন এর মধ্যে অন্যতম। সদা স্পষ্টভাষী নূতন উচিৎ কথা মুখের উপর বলে দেন। যা বলেন, সরাসরি বলেন। কোনো অন্যায় দেখলে চুপ করে বসে থাকেন না। প্রতিবাদ করেন। নৃত্যপটিয়সী ও গুণী অভিনেত্রী নূতনের দোষের মধ্যে এগুলোই বেশি আলোচিত হয়। তবে এতে তিনি কিছু মনে করেন না। অন্যায়ের সাথে আপস করতে রাজী নন তিনি। এসব কারণে অনেকে তার সমালোচনা করেন। তবে তিনি সবসময়ই সবার সাথে অত্যন্ত হাসি-খুসি ও প্রাণখুলে কথা বলেন। তার এই ব্যবহার সবাইকে মুগ্ধ করে। তিনি সবসময় হাসিখুশি থাকতে চান এবং আশপাশের মানুষদের খুশি দেখতে চান। তিনি বলেন, আমার মৃত্যুর পর যাতে সবাই আমার স্মৃতি মনে রাখে এ জন্য সবার সঙ্গে সহজভাবে ও হাসিঠাট্টা করে কথা বলি। যদি পারতাম ১৭ কোটি মানুষের সাথে এভাবে হাসিখুশিভাবে কথা বলে স্মৃতি জমিয়ে রাখতে, তাহলে তাই করতাম। তিনি বলেন, আমার অভিনীত সিনেমার কথা হয়তো অনেকে ভুলে যাবে, তবে আমি মানুষের সাথে কেমন ব্যবহার করেছি, তা তাদের মনে থেকে যাবে। উল্লেখ্য, নূতন প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। তার নৃত্য ও সৌন্দর্য দর্শককে সবসময়ই বিমোহিত করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।