Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুনরা সিনিয়র শিল্পীদের সম্মান দেখায় না -নূতন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

প্রায় পঞ্চাশ বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন অভিনেত্রী নূতন। ৭০ দশকের শুরু থেকে অদ্যাবধি কাজ করে যাচ্ছেন তিনি। নৃত্যপটিয়সী এবং অভিনয় দক্ষতায় তার সমসাময়িক অনেকেই চলচ্চিত্র থেকে বিদায় নিলেও এখনও তিনি চলচ্চিত্রের সাথে জড়িয়ে আছেন। তবে এ নিয়ে তার ক্ষোভও রয়েছে। তার ক্ষোভ অর্ধ শতাব্দী ধরে চলচ্চিত্রে তার যে অবদান, তা মূল্যায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী এক প্রশ্নের জবাবে বলেন, নূতন নামে যে একজন নায়িকা বাংলাদেশে আছে তা কেউ স্মরণ করে না। টেলিভিশনে সিনেমা বিষয়ক যেসব অনুষ্ঠান হয়, সেখানেও দেখা যায় না। ঘুরেফিরে বারবার একই মুখ দেখা যায়। তুলে ধরা হয় একেকজন ১০০ সিনেমা করেছে। সংখ্যা দিয়ে কি শিল্পীর মূল্যায়ন হয়? আমিতো দেশে বিদেশে ভিন্ন ভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছি। পাকিস্তান, ভারত, নেপাল, পাঞ্জাবীসহ অনেক সিনেমায় কাজ করেছি। সত্যি বলতে কি এখন নিজের ঢোল নিজেকেই পেটাতে হয়। কিন্তু আমার দ্বারা ঐসব সম্ভব নয়। আমি ¯পষ্ট কথা বলতে অভ্যস্থ। বড়-ছোট সবাইকে শ্রদ্ধা করি। অথচ এ সময়ে যেসব নতুনরা কাজ করে তারা সিনিয়র শিল্পীদের ন্যূনতম সম্মান দেখায় না। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আগে শিল্পী হও। তারপর একজন ববিতা, কবরী, শাবানার পর্যায়ে যাও। তিনি বলেন, চলচ্চিত্রের ইতিহাস লিখতে গেলে সোনালী যুগের শাবানা, ববিতা, কবরী, নূতন, অঞ্জনাদের নাম অবশ্যই লিখতে হবে, তা নাহলে চলচ্চিত্রের ইতিহাস অস¤পূর্ণ থেকে যাবে। বর্তমানে শিল্প-সাহিত্যে অবক্ষয় চলছে। এফডিসি শূন্য হয়ে আছে, কাজ নেই। বেশিরভাগই কর্মহীন। তবে দলাদলির কমতি নেই। বিভিন্ন সমিতির অফিসগুলো রঙিন আলোয় ঝলমল করছে। শিল্পীদের মাঝে এত দলাদলি, এত বিভাজন, ভাবতেই অবাক লাগে। তিনি বলেন, ফিল্ম পলিটিক্স অতীতেও ছিল, কিন্তু এখনকার মতো এত নোংরা পলিটিক্স ছিল না। নূতন বলেন, আমি আগাগোড়াই সিনেমার লোক। এর বাইরে আমার জানাশোনা খুবই কম। যেহেতু পুরনো শিল্পীদের নিয়ে বর্তমান প্রজন্ম কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে না তাই তেমন কাজ করি না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ