Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন জিম ক্যারি

| প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

অভিনেতা জিম ক্যারি জানিয়েছেন যখন কাজে থাকেন তখন তিনি একাকী আর নিঃসঙ্গ জীবন যাপন করেন। এক রেডিও অনুষ্ঠানে জনপ্রিয় এই অভিনেতাটি স্বীকার করেছেন একাকী সময় কাটাতেই তার ভাল লাগে। ৫৬ বছর বয়সী অভিনেতাটি বলেন : “ আমার গার্হস্থ্য জীবনকে আপনারা ‘মানুষ থেকে আলাদা’ হিসেবে বর্ণনা করতে পারেন। আমি প্রচুর সময় একাই কাটাই, আমি আমার মত করে সময় কাটাতে পছন্দ করি, তাই এই ঠিক আছে। অনেকের কাছে এই জীবন অদ্ভুত লাগতে পারে, তবে আমি এমনটা উপভোগ করি।” অবশ্য তিনি জানাতে ভোলেননি যে নিঃসঙ্গ জীবন কাটাতে পছন্দ করলেও তার বাকি সময়ে ডেটে যেতেই ভালবাসেন। “আমি পড়তে ভালবাসি আর অবসর সময়ে উপভোগ করি পেইন্টিং আর ভাস্কর্য তৈরি করতে। আর আমি ডেটও করি,” তিনি আরও বলেন। জিম ক্যারি জীবনে দুই বার বিয়ে করেছেন তার প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী মেলিসা ওয়ার্মার। আট বছর দাম্পত্য জীবন কাটাবার পর ১৯৯৫ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। অভিনেত্রী জেনি ম্যাকার্থির সঙ্গে জিম ঘর করেছেন ২০০৫ থেকে ২০১০ পর্যন্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিম ক্যারি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ