Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিআইজি হলেন ১৮ পুলিশ কর্মকর্তা

প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ১৮ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। অতিরিক্ত ডিআইজি থেকে তাদেরকে ডিআইজি পদে পদোন্নতি দেয়া হয়। এদের মধ্যে বেশ কয়েকজন ডিআইজি হিসেবে চলতি দায়িত্ব পালন করে আসছিলেন।
পদোন্নতি প্রাপ্তরা হলেন, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (চলতি দায়িত্ব) মো. লুৎফর রহমান মন্ডল, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী, রেলওয়ে রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্ব) এস এম রুহুল আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি (চলতি দায়িত্ব) মল্লিক ফখরুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান, এসএমপির পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব), এসবির অতিরিক্ত ডিআইজি মো. মাজহারুল ইসলাম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার গোলাম ফারুক, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. দিদার আহম্মদ, ডিএমপির জয়েন্ট পুলিশ কমিশনার জামিল আহমদ, পুলিশ সদরের ডিআইজি (চলতি দায়িত্ব) মো. আতিকুল ইসলাম, পুলিশ সদরের অতিরিক্ত ডিআইজি এম খুরশীদ হোসেন, সিএমপির অতিরিক্ত ডিআইজি একেএম শহিদুর রহমান, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল মাহমুদ, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শফিকুল ইসলাম, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি গোলাম কিবরিয়া এবং ডিএমপির জয়েন্ট কমিশনার মো. মনিরুল ইসলাম। গতকাল রোববার প্রেসিডেন্টের আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব সুরাইয়া পারভীন শেলী এই পদোন্নতি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিআইজি হলেন ১৮ পুলিশ কর্মকর্তা

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ