মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন দেশটির ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। গতকাল সোমবার শাহবাজ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এক টুইটে আফ্রিদি তাঁকে অভিনন্দন জানান। পাকিস্তানের জিও টিভি এ তথ্য জানায়।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান গত শনিবার মধ্যরাতে পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান। পরদিন গতকাল সোমবার ১৭৪ ভোট পেয়ে বিরোধীদলীয় প্রার্থী পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ’র (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
টুইটে শহিদ আফ্রিদি বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শাহবাজ শরিফকে অভিনন্দন। আশা করি, নিজের ব্যবস্থাপনা-দক্ষতা কাজে লাগিয়ে তিনি পাকিস্তানকে বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট থেকে বের করে আনতে পারবেন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।