Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে এত বিশাল জমায়েত আগে কখনও হয়নি : সমর্থকদের ধন্যবাদ দিলেন ইমরান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২২, ১০:৪৪ এএম

পাকিস্তানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি সংহতি প্রকাশ করে লাখ লাখ সমর্থক বিক্ষোভ করেছেন।

ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ পার্টির (পিটিআই) আয়োজনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাশাপাশি করাচি, পেশোয়ার, লাহোরসহ অন্যান্য বড় শহরে রোববার এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর এনডিটিভির।

পাকিস্তানের বিরোধী দলগুলো ইমরান খান সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে চরম রাজনৈতিক সংকট দেখা দিয়েছে।

ইমরান খান পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটের আগের দিন টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তাঁর দেশের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে রাজপথে নেমে বিক্ষোভ দেখানোর আহ্বান জানিয়েছিলেন।

রোববার রাতে ইমরান খান এক টুইটার বার্তায় ইমরান তাঁর আহ্বানে সাড়া দেওয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের পররাষ্ট্রনীতিকে স্বাধীন করতে গিয়ে তিনি মার্কিন ষড়যন্ত্রের শিকার হয়েছেন। ইমরান খান বলেন, পাকিস্তানের আসন্ন সরকার হবে ‘বিদেশ থেকে আমদানি করা’ এক সরকার এবং এর প্রতি জনগণের কোনো সমর্থন থাকবে না।

এরপর আরেক টুইটে বিক্ষোভ সমাবেশের একটি ভিডিও পোস্ট করে ইমরান লেখেন, ‘অসৎ লোকদের নের্তৃত্বে আমদানি করা সরকারকে প্রত্যাখ্যান করে স্বতস্ফূর্তভাবে এত মানুষের বিপুল জমায়েতের ঘটনা আমাদের ইতিহাসে আগে কখনও হয়নি।’



 

Show all comments
  • Anwar+Hossain ১২ এপ্রিল, ২০২২, ২:০৪ পিএম says : 0
    ইমরান খান # তেহরিকে ইনসাফ
    Total Reply(0) Reply
  • মোঃ আনোয়ার আলী ১৩ এপ্রিল, ২০২২, ১০:২২ এএম says : 0
    আলহামদুলিল্লাহ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ