বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুরের মঠাবাড়িয়া উপজেলার চালিতাবুনিয়া গ্রামে রোববার ইফতারির পর পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন চালিতাবুনিয়া গ্রামের শহিদুল ইসলাম মৃধার স্ত্রী হালিমা (৪৫) ও ছেলে সমুন (২২), চাঁন মিয়ার ছেলে ইউসুফ (৪০), সাবেক ইউপি সদস্য কবির হোসেনের ছেলে মো. আসাদ (১৮) ও ছোট ভাই মো. বাদল (৪৫)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন াবস্থায় আছে।
স্থানীয় সূত্রে জানাযায়, দাউদখালী ইউনিয়নের চালিতা বুনিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য কবির হোসেনের ছেলে মো. আসাদের সাথে কিছুদিন পূর্বে ঝগড়া হয়। পূর্ব শত্রুতার জের ধরে রোববার ইফতারির পর স্লুইজগেট খালের বাঁেধের নিকট উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায় সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়। এ সময় সাবেক ইউপি সদস্য কবিরের ঘরে হামলা করা হয়।
আহত সুমন জানান, কবির মেম্বর ও তার দলবল চাইনিজ কুড়াল ও রামদা দিয়ে এলোপাথারি কুপিয়ে তাদেরকে গুরুতর জখম করেছে।
সাবেক ইউপি সদস্য কবির হোসেন জানান, চাঁন মিয়ার ছেলে ইউসুফের নেতৃত্বে তার বসত ঘরে হামলায় তার ছেলে ও ছোট ভাই আহত হয়েছে। হামলায় গেট ও জানালা ভাংচুর করা হয়েছে।
মঠবাড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, আমরা এক পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।