Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলঙ্কায় ওষুধের অভাবে চিকিৎসা বন্ধ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২২, ৩:০৩ পিএম

শ্রীলঙ্কার হাসপাতালগুলিতে জীবনদায়ী ওষুধের স্টক একেবারে কমে গেছে। নতুন ওষুধ না এলে আর চিকিৎসা করা সম্ভব হবে না বলে জানালেন চিকিৎসকরা।

শ্রীলঙ্কা মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, দেশের হাসপাতালগুলি চিকিৎসার জন্য জরুরি বিদেশি ওষুধ ও সরঞ্জাম পাচ্ছে না। ফলে রুটিন সার্জারি আর করা যাচ্ছে না। যা অবস্থা, তাতে কিছুদিনের মধ্যেই জীবনদায়ী সার্জারিও বন্ধ করে দিতে হবে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অফিসে ঢোকার দরজাটি এখন বিক্ষোভকারীদের দখলে। এই নিয়ে দুইদিন ধরে বিক্ষোভকারীরা এই জায়গাটি নিজেদের দখলে রেখেছেন। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও রেনকোট পরে, ছাতা নিয়ে বিক্ষোভকারীরা ওখানে বসে আছেন। তাদের দাবি, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে ইস্তফা দিতে হবে, নতুন নেতাদের দেশ-শাসন করার দায়িত্ব দিতে হবে।

টাইমস অফ ইন্ডিয়া জানাচ্ছে, ৩২ বছর বয়সি সাবেক সেনা সঞ্জীব পুষ্পকুমারা বলেছেন, যতক্ষণ পর্যন্ত দাবিপূরণ না হচ্ছে, ততক্ষণ তারা বিক্ষোভ দেখিয়ে যাবেন।

এদিকে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সাবেক প্রধানমন্ত্রী ও শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির নেতা শ্রীসেনার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। তারপর জানানো হয়েছে, বর্তমান সংকট নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। বিরেধীরা জানিয়েছে, রাজাপাকসে জাতীয় সরকার চাইছেন। কিন্তু বিরোধী নেতারা তাতে যোগ দিতে রাজি নন। রাজাপাকসে এখন নতুন মন্ত্রিসভা গঠনের জন্য উঠেপড়ে লেগেছেন, সেখানে তার পরিবারের প্রতিনিধি কম থাকবে। কিন্তু বিরোধীরা রাজাপাকসের প্রস্তাব মানতে রাজি নন।

ভারত ইতিমধ্যে ২৭ হাজার মেট্রিক টন তেল পাঠিয়েছে। এবার ভারত থেকে রেশন ও সবজি কলম্বো পৌঁছেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, শ্রীলঙ্কায় বিক্ষোভকারীরা জানিয়েছেন, ভারত আমাদের সাহায্য করছে বলে ধন্যবাদ। কিন্তু ভারত যেন আমাদের সরকারকে কোনো সাহায্য না করে। আমরা চাই, এই সরকার যাক। সূত্র : ডি ডাব্লিউ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ