Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের প্রেসিডেন্ট আলভি পদত্যাগ করবেন না

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২২, ২:৫৪ পিএম

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ফেডারেল সরকারের পতনের পরে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ইমরান খানকে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছিল। তবে প্রেসিডেন্ট ডঃ আরিফ আলী আপাতত পদে বহাল থাকবেন এবং তিনি জানিয়েছেন, তার পদত্যাগ করার ইচ্ছা নেই।

পার্টির ঘনিষ্ঠ সহযোগীরা বলেছেন যে, প্রেসিডেন্ট যথারীতি তার সাংবিধানিক দায়িত্ব পালন চালিয়ে যাবেন এবং পিটিআই নেতৃত্ব কোনও আদেশ জারি করেনি বা তার পদত্যাগের কথা বিবেচনা করেনি। সূত্র আরও দাবি করেছে যে, পিটিআই প্রধান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান যদি দলের নেতাদের সাথে পরামর্শ করে প্রেসিডেন্ট আলভিকে পদত্যাগ করতে বলেন তাহলে তিনি অফিস ছেড়ে যাওয়ার কথা বিবেচনা করতে পারেন।

যদি কোনো সম্ভাব্য ফেডারেল সরকার প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার জন্য সাংবিধানিক পথ গ্রহণ করে, তবে দল পরিস্থিতির ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। নতুন সম্ভাব্য প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অধীনে আরিফ আলভির পদে বহাল থাকার সম্ভাবনা রয়েছে।

প্রেসিডেন্টের ঘনিষ্ঠরা জানিয়েছেন, তিনি বর্তমানে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পিটিআই নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী তিনি তার রাজনৈতিক সংশ্লিষ্টতাকে সামনে রেখে তার অবস্থান নির্ধারণ করবেন। আপাতত ডক্টর আরিফ আলভি পাকিস্তানের প্রেসিডেন্ট রয়ে গেছেন। সূত্র: ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ