গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
অস্ত্র ও অর্থপাচারের দায়ে করা দুই মামলায় জামিন পাওয়ার একদিন পর আরও একটি মামলায় জামিন পেয়েছেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। এবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের করা একটি মামলায় জামিন পেয়েছেন সম্রাট। এ নিয়ে দুই দিনে তিনটি মামলায় জামিন পেলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক এই সভাপতি।
সোমবার ঢাকা সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তেহসিন ইফতেখার তার জামিন মঞ্জুর করেন। ইতোমধ্যে মামলাটির চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে।
এর আগে রোববার (১০ এপ্রিল) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত অস্ত্র মামলায় সম্রাটকে জামিন দেন। এছাড়া একইদিন অর্থপাচার মামলায় জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত।
ইসমাইল চৌধুরী সম্রাট ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।